নৌকাবাইচ দেখতে তিতাস পাড়ে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ নৌকাবাইচের আয়োজন করে জেলা প্রশাসন। নৌকাবাইচ দেখতে মানুষ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তিতাসের দুই পাড়ে এসে জড়ো হন।

তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে পৌর এলাকার মেড্ডা সরকারি শিশু পরিবার সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়।

jagonews24

নৌকাবাইচ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে আবদুল আলীর নৌকা প্রথম, জাকির হোসেনের নৌকা দ্বিতীয় ও মো. সেলিম মিয়ার নৌকা তৃতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম হওয়া নৌকাকে এক লাখ টাকা, দ্বিতীয় হওয়া নৌকাকে ৬০ হাজার ও তৃতীয় হওয়া নৌকাকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

jagonews24

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।