কুয়াকাটা সৈকত ছেড়ে পর্যটকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। তবে অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে জানান, সমুদ্র উত্তাল তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল সমুদ্রে অনেক পর্যটক গোসলে মেতেছেন সেজন্য আমরা মাইকিং করছি। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

jagonews24

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সকাল থেকে আগামী ৭২ ঘণ্টা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।