নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে গ্রাহকরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি পালন করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। পরে আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের সংকট চলছে। এ সংকট সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। আমরা মাসে মাসে নিয়মিত বিল দিয়েও গ্যাস পাচ্ছি না। তিতাস কর্মকর্তাদের দুর্নীতির কারণে গ্যাসের এ অবস্থা। তাদের দুর্নীতি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও

সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু বলেন, আগে রাত ১১টার পর গ্যাস থাকলেও এখন গভীর রাতেও গ্যাস পাওয়া যায় না। গ্যাসের দাবি করলেই কর্মকর্তারা অবৈধ গ্যাসের সংযোগসহ সিস্টেম লসের অজুহাত দেখায়। তারা কিছুদিন পর পর গ্যাসের দাম বাড়ান। আমরা সেটি মেনে নেই। কিন্তু গ্যাস না দিলে আমরা তা মেনে নিবো না। গ্যাসের অভাবে আমাদের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে গেছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। অনতিবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক বিপণন উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য তাদের বেশি গ্যাস দিতে হচ্ছে। এটা শুধু নারায়ণগঞ্জে নয় পুরো বাংলাদেশের একই অবস্থা।

এসময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর সহ-সভাপতি আঞ্জুমানা আরা আকসির, সহ-সাধারণ সম্পাদক পপি রানি সরকার, সাংগঠনিক সম্পাদক বদরুল হক ও মহিলা সম্পাদিকা খোদেজা খানম নাসরীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।