চুয়াডাঙ্গায় ডাকবাংলো থেকে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২
ডাকবাংলো থেকে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ

চুয়াডাঙ্গায় ডাকবাংলো থেকে সাইফুল্লাহ বাহার (৪০) নামের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা পরিষদের সদর ডাকবাংলোর ‘কপোতাক্ষ’ কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জের পূর্ব ভাকুম গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের পরিদর্শক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জাগো নিউজকে বলেন, বিআরটিএ পরিদর্শক বাহার জেলা পরিষদের ডাকবাংলোতে থাকতেন। সেখান থেকে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে যেতেন। রোববার সকালে সহকর্মীদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে অফিস থেকে নিজ কক্ষে চলে যান তিনি। সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার মোবাইল ফোনে কল দেন সহকর্মীরা। কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সালাউদ্দীন কাজল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।