নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু তোলায় দুই ড্রেজার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুর লিজ নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার (খননযন্ত্র) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের সারপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ড্রেজার দুটি জব্দ করা হয়।

jagonews24

স্থানীয়রা জানান, একটি চক্র রাজনৈতিক প্রভাবে সরকারি পুকুর লিজ নিয়ে নিয়মিত বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। তবে বালু উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার বলেন, দুটি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে। তবে উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।