দিনাজপুরে সেন্ট ফিলিপস হাই স্কুলের শিক্ষার্থীদের ১০ দফা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুরে নিরাপদ সড়ক ও দিনের বেলায় শহরে ভারী যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় টিউশন শেষে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ফায়াজ আল গালিব। পথে শহরের বালুবাড়ী এলাকায় নিমকালী মন্দির মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে নিহত হয়। এ কারণে শহরে যানজট নিরসন, নিরাপদ সড়ক এবং দিনের বেলা ভারী যানবাহন চলাচল বন্ধসহ ১০টি দাবিতে মানববন্ধন করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ১০ দফা দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে-দিনাজপুর জেলা শহরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় এলাকায় সব ধরনের ভারী যানবাহন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ করতে হবে; শহরে যানবাহনের চলাচলে গতিসীমা নির্ধারণ করে বেপরোয়া যান চলাচল বন্ধ করতে হবে; স্কুল শুরু এবং শেষ এই দুই সময়ে রাস্তাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে; স্কুল আছে এমন এলাকার রাস্তাগুলোতে বেপরোয়া যান চলাচল বন্ধ করতে হবে; নিহত সহপাঠীর পরিবারকে যথাযথ আর্থিক সহযোগিতা করতে হবে, ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিতে হবে, হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক দক্ষ চিকিৎসকের উপস্থিতি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে; রাতে সবধরনের কোচিং সেন্টার প্রাইভেট বন্ধ রাখতে হবে, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং স্কুল শুরুর এবং ছুটির সময় সবধরনের ভারী যানবাহন বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির বলেন, বিষয়টি নিয়ে আমরা বসবো। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।