এসএসসি পরীক্ষা

প্রথম দিন দিনাজপুরে অনুপস্থিত ১৬৯৬ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১৬৯৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ১ শতাংশ। যা গতবারের চেয়ে অনুপস্থিতির হার দশমিক ৭২ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল এক লাখ ৬৯ হাজার ৭০৭ পরীক্ষার্থী। কিন্তু অংশ নিয়েছে এক লাখ ৬৮ হাজার ১১ পরীক্ষার্থী। সে অনুযায়ী ১৬৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে রংপুরের ৩৩২, গাইবান্ধার ২৮৬, নীলফামারীর ১৬৭, কুড়িগ্রামের ১৮৪, লালমনিরহাটের ১৫৯, দিনাজপুরের ২৭৪, ঠাকুরগাঁওয়ের ১৮৪,পঞ্চগড়ের ১০০ জন রয়েছে।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।