পুটখালি সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে দুই কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর থেকে স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হৃদয় হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিকেলের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) এ তথ্য জানান।

বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জেরদার করে। পরে ২১ বর্ডার গার্ডের অধিনায়ক সংগীয় ফোর্স নিয়ে পুটখালী-বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই যুবকের হাতে থাকা একটি শপিং ব্যাগসহ তাকে গ্রেফতার করে। পরে ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম। বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো উপর সুইজারল্যান্ডের তৈরী লেখা ছিল।

অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গ্রেফতারকৃতের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।