জেলা পরিষদ নির্বাচন: দিনাজপুরে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
আজিজুল ইমাম চৌধুরী

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা পরিষদের বর্তমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

তিনি বলেন, সোনালী ব্যাংক থেকে ৩৪ কোটি ১২ লাখ ৪২৫ টাকা ঋণ নেন আজিজুল ইমাম চৌধুরী। সেখানে তিনি ঋণ খেলাপি হয়েছেন। অপরদিকে, জিনাত আরা অটোরাইস মিলের নামে ৭ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ১১৯ ঋণ নেওয়া হয়েছে। সেটাও খেলাপি ঋণ। ওই ঋণের জামিনদার তিনি।

এদিকে, এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী এবং জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন।

নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, ১৩টি সাধারণ সদস্যের পদের বিপরীতে ৪৮ জন ও পাঁচটি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৯ জন সাধারণ ও দুজন সংরক্ষিত নারী সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এমদাদুল হক মিলন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।