ভুল সিজারে প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা দিয়ে উধাও চিকিৎসকরা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
আল-মদিনা হাসপাতাল/ছবি: জাগো নিউজ

যশোরের শার্শায় আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল সিজারে নাসরিন খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগআঁচড়ায় আখি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত এ হাসপাতালে নাসরিনের সিজার করা হয়। তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

তবে প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান নাসরিন। তিনি ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের রিপনের স্ত্রী।

নাসরিনের মা জানান, আল মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার মেয়ের সিজার করা হয়। সিজারের পরে মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। দ্রুত সাতক্ষীরা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান নাসরিন।

তিনি বলেন, ‘টাকার লোভে তারা ভুল চিকিৎসা করেছেন। এ কারণে আমার মেয়ে মারা গেছে।’

মৃত নাসরিনের স্বামী রিপনের অভিযোগ, ডাক্তারদের ভুল চিকিৎসায় তার স্ত্রী মারা গেছেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলে তারা বলছে হার্টে সমস্যা ছিল, তাই এমন হয়েছে। আগে সমস্যা ছিল না, টাকার লোভে সিজার করে এখন মারা গেছে বলে মিথ্যা কথা বলেছে। আমি তাদের বিচার চাই।

এদিকে ঘটনার পরপরই আল-মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দিয়েছেন চিকিৎসক ও কর্মচারীরা। বার বার ফোন দিলেও তারা কেউ কল রিসিভ করেননি।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু ইউসুফ বলেন, খবর পেয়ে যশোরের সহকারী সিভিল সার্জনের নেতৃত্বে আল-মদিনা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। রোগী মৃত্যুর কারণ খতিয়ে দেখে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। এ ধরনের অবৈধ হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামাল হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।