যশোরের আদালতে বিচারাধীন ৮২ হাজার ৩৪৩ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

যশোর আদালতে ৮২ হাজার ৩৪৩টি মামলা বিচারাধীন রয়েছে। চলমান মামলার পাশাপাশি পুরনো এসব মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছেন উচ্চ আদালতের মনিটরিং কমিটি।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিচার বিভাগ যশোরের আয়োজনে মতবিনিময় সভায় কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এ তাগিদ দেন।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনা রয়েছে, চলমান মামলার পাশাপাশি পুরানো মামলার জট কমাতে। আগামী ১০ বছরের মধ্যে পুরানো সব মামলার বিচার কাজ শেষ করতে হবে।’

মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মানুষ বিচার পাওয়ার আশায় দিনের পর দিন, বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘুরছেন। দ্রুত মামলার রায় নিয়ে তারা ঘরে ফিরতে পারছেন না। কারো পক্ষে যাক বা বিপক্ষে যাক, মামলার রায় দ্রুত দিতে হবে।’

বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিচারকরা সঠিক সময়ে এজলাসে উঠবেন এবং নামবেন। দিনে দু’বেলা আপনারা এজলাস করবেন। বিচারপ্রার্থী মানুষ যেন কোর্টের বারান্দায় হয়রান না হয়। এটা নিশ্চিত করা আমাদের পবিত্র ও নৈতিক দায়িত্ব। বিচার বিভাগের নিচ থেকে ওপর পর্যন্ত সব পর্যায়ে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা বিচার বিভাগের মামলার জট কমাতে চাই।’

বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্যে প্রশাসনের আন্তরিকতা দরকার। দেওয়ানি মামলার বিচারপ্রার্থীকে জমির রেকর্ড ঠিক করতে অ্যাসিল্যান্ড অফিসে দিনের পর দিন ঘুরতে হয়। গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হাজির করার জন্যে পুলিশ সুপারের সহায়তা থাকা দরকার।’

সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা জজ ইখতিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।