চাঁদাবাজির মামলায় নূর হোসেনের জামিন নামঞ্জুর


প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ রায় দেন।

এর আগে সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত নূর হোসেনের তিনটি চাঁদাবাজির মামলার দুটি জজ কোর্টে প্রেরণ করেছে।

শাহাদাত হোসেন/এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।