চাঁদাবাজির মামলায় নূর হোসেনের জামিন নামঞ্জুর
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ রায় দেন।
এর আগে সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত নূর হোসেনের তিনটি চাঁদাবাজির মামলার দুটি জজ কোর্টে প্রেরণ করেছে।
শাহাদাত হোসেন/এসএস/এসএম