নানা অনিয়মে ভৈরবের ৬ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ পলিথিন ব্যাগ বিক্রিসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ব্যবসা করার অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের ভৈরব বাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এছাড়া বিএসটিআইয়ের প্রতিনিধি এবং ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

নানা অনিয়মে ভৈরবের ৬ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

সরকারি নিষিদ্ধ বিভিন্ন অবৈধ কোম্পানির প্যাকেট সরবরাহ করা, নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরবরাহ, অবৈধ কয়েল বাজারজাত করা ও অবৈধ কয়েলের কাঁচামাল সরবরাহ করা এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন কেমিক্যাল বিক্রি ও সরবরাহ করার অপরাধে ভৈরব বাজারের ভূইয়া স্টোরের স্বত্বাধিকারী হাজী মাহবুবুর রহমানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করে স্টোরটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া পৌর শহরের ভৈরব বাজারের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় এবং মূল্য তালিকা না থাকায় মিষ্টি পট্টির আব্দুল গফফারকে পাঁচ হাজার টাকা, দোকান থাকা স্বত্বেও রাস্তা দখল করে কাপড়ের ব্যবসা পরিচালনা করায় মো. খুরশিদ মিয়াকে দুই হাজার টাকা, দোকান থাকা স্বত্বেও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় চকবাজারের এয়াকুবকে দুই হাজার টাকা, অবৈধভাবে খোলাপণ্য মোড়কজাত করে বেশি মূল্যে বিক্রির অপরাধে কালীবাড়ি রোডের মো. আরশ মিয়াকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় এবং অন্যান্য সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় নাটাল মোড়ের নন্দন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নানা অনিয়মে ভৈরবের ৬ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ বলেন, পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ পলিথিন ও ব্যাগ বিক্রিসহ সড়ক দখল করে দোকানপাট স্থাপনের অপরাধে ছয় প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে ব্যবসায়ীদের আগামী এক মাসের মধ্যে সব অসঙ্গতি সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।