কাশিমপুর কারাগারে হাজতির সঙ্গে তরুণীর বিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হাজতির সঙ্গে এক তরুণীর বিয়ে হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কারাগার সূত্রে জানা যায়, হাজতির নাম মো. সুজন (২১)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে বন্দি রয়েছেন। কনের ঠাকুরগাঁও সদর উপজেলায়।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার বিকেলে কারাগারের অফিস কক্ষে হাজতি সুজনের সঙ্গে ওই তরুণীর ১ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।