ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
আদালতে উপস্থিত হন দুই আসামি

পাবনার সদর উপজেলায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ২০০০ সালের ৩ আগস্ট আলাউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান চারজন। পরে তাকে হত্যা করে মরদেহ চরতারাপুর পদ্মা নদীতে ফেলে দেয়। ঘটনার তিন দিন পর নদী থেকে মরদেহ তার উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আলাউদ্দিনের চাচা আনিসুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। ১২ জনের সাক্ষ্য ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক বলেন, আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের শাস্তি দিয়েছেন। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সুমন বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।