ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২

যশোরের ঝিকরগাছা উপজেলায় ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছেন আব্দুল হক নামের এক বৃদ্ধ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর আদালতে তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- আব্দুল হকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম আজাদ কৃষি কাজ ও আসাদ চাকরি করেন। আসাদকে এমএ পাস করানোর পর ব্যবসার জন্য আব্দুল হক সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। এক পর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেন। আবুল কালাম বাড়িতে থাকেন এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকেন।

আসাদের ভাগের একটি কক্ষে আব্দুল হক বসবাস করতেন। ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর তাকে থেকে বের করে তালা লাগিয়ে দেন।

বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক বলেন, দুই ছেলে বাবার ভরণ-পোষণ দেন না। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোনোরকম জীবন যাপন করছেন। ছেলেদের সঙ্গে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে মামলাটি করেছেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মিলন রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।