দুর্গোৎসব: হিলি চেকপোস্ট দিয়ে বেড়েছে যাত্রী পারাপার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি, দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে। এর মধ্যে সনাতন ধর্মাম্বলীর সংখ্যাই বেশি। শারদীয় দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, যাত্রীদের আসা-যাওয়াও তত বাড়ছে।

হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রী গীতা চন্দ্র বলেন, করোনা মহামারির কারণে গেলো দুই বছর ভারতে মাসি-পিসিদের সঙ্গে একসঙ্গে পূজা করা হয়নি। তাই এবার আর সুযোগটা হাতছাড়া করতে চাই না। মাসি-পিসি আর তাদের ছেলেমেয়েদের সঙ্গে পূজার আনন্দটাই আলাদা। তাই যাচ্ছি।

আরেক পাসপোর্ট যাত্রী ঐশী মুখার্জী বলেন, বড় দিদির বিয়ে হয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুরে। পূজায় তাদের সঙ্গে আনন্দ করতে দিদির কাছে যাচ্ছি।পূজা শেষে ফিরবো।

এছাড়া কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য, কেউ যাচ্ছেন ভ্রমণে। কেউ বা ব্যবসা সংক্রান্ত কাজে। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাতায়াতকারী যাত্রীর সংখ্যায় বেশি। আবার অনেকে বাংলাদেশে আসছেন পূজার পাশাপাশি আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে। তাদের সংখ্যাও কম নয়।

ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী মঙ্গল দত্ত বলেন, প্রতি বছরই ভারতে দুর্গোৎসব উৎযাপন করি। তাই এবার কাকা-কাকিদের সঙ্গে পূজা করতে বাংলাদেশে এসেছি। এবার যশোরে কাকা-কাকি ও কাজিনদের সঙ্গে উৎসব করবো। তাদের সঙ্গে অনেকদিন দেখা-সাক্ষাৎ হয় না। তাদের কাছ থেকে আশীর্বাদও নেওয়া হবে।

এই রুট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান।

তিনি বলেন, সনাতন ধর্মাম্বলীদের বড় ধর্মীয় উৎসব উপলক্ষে কয়েকদিন ধরে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বেড়েছে। গেলো মাসে এই রুট দিয়ে গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা ৫০০-এর কাছাকাছি দাঁড়িয়েছে। দুর্গাপূজার আরও কয়েকদিন বাকি আছে, যাত্রী পারাপারের সংখ্যা আরও বাড়তে পারে।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।