গুড়ের বস্তা ফেলে পালালো চোরাকারবারি, ভেতরে মিললো ২ কেজি স্বর্ণ
কক্সবাজারের টেকনাফে গুড়ের বস্তায় লুকানো প্রায় ২ কেজি ১৬০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় এক চোরাকারবারি পালিয়ে যান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার গভীর রাতে মিয়ানমার থেকে টেকনাফের দিকে আসা একটি ট্রলার থেকে এক লোক বন্দরের আগেই নেমে যান। পরে তিনি একটি হলুদ রঙের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভেতরে প্রবেশ করেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। কিন্তু তিনি না থেমে বস্তাটি ফেলে পাহাড়ে ঢুকে যান। পরবর্তীকালে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, স্বর্ণের বারগুলো টেকনাফ কাস্টম গোয়েন্দাদের কাছে জমা দেওয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/জিকেএস