দুর্গোৎসবে ৫ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রোববার (২ অক্টোবর) থেকে পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শঙ্কর দেবের সই করা চিঠিতে জানানো হয়েছে, রোববার ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও এ কার্যক্রম বন্ধ থাকবে। ৮ অক্টোবর পুনরায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তবে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র দাস জাগো নিউজকে জানান, দুর্গাপূজায় বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।