ক্রিকেট খেলা দেখতে গিয়ে প্রাণ গেলো যুবকের
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাঠেরহাট আল-ওয়াহেদীয়া দাখিল মাদরাসার নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে মাথায় বাঁশ পড়ে মুরাদ হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুরাদ হোসেন উপজেলার ধর্মপুর গ্রামের শেখ আ. রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার (২ অক্টোবর) বিকেলে মাদরাসার নির্মাণাধীন চারতলা ভবনের পাশে অন্যদের সঙ্গে ক্রিকেট খেলা দেখছিলেন মুরাদ হোসেন। এ সময় ভবনের ওপর থেকে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বাঁশ মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান মুরাদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি অবগত আছি। তবে, এখনো কোনো অভিযোগ পাইনি।
এসআর/জিকেএস