আনন্দ-বিষাদে খাগড়াছড়িতে দেবীদুর্গার বিদায়
বিষাদের সুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দুর্গাদেবীর বিসর্জনকে সামনে রেখে বুধবার (৫ অক্টোবর) সকাল থেকেই খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপে শত শত সনাতন ধর্মাবলম্বী জড়ো হতে থাকেন। এ সময় পুরুষ সনাতন ধর্মাবলম্বীরা পুষ্পাঞ্জলি গ্রহণ করেন আর নারীরা একে অপরের মুখে সিঁদুরের রং মাখিয়ে দেবীদুর্গার বিসর্জনের বার্তা দেন।
এরআগে দুর্গাদেবীর বিসর্জনকে সামনে রেখে দুপুরের পর থেকেই জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। একই সময়ে বিভিন্ন উপজেলা সদরেও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা অংশ নেন।

শোভাযাত্রা জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী নদীর পাড়ে গিয়ে শেষ হয়। পরে একে একে চলে প্রতিমা বিসর্জন। এ সময় পুরো চেঙ্গী নদীর তীর সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় ঢাক-ঢোল আর কাসার আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
একই সময়ে জেলার পানছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি, দীঘিনালা, গুইমারা, মহালছড়ি ও লক্ষীছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস