খাগড়াছড়িতে পার্কিংশেড ধসে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিংশেড ধসে নিহত মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলামের পরিবারের হাতে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
রোববার (৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ ও জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী এ সহায়তা তুলে দেন।
এসময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. মানিক পাটোয়ারী ও মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।
এর আগে শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধসে মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জেআইএম