খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালিত
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাতে পাহাড়ে উৎসবে মেতে উঠেছে বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়। খাগড়াছড়ির বিহারে বিহারে মাসব্যাপী চলবে কঠিন চীবর দানোৎসব।
বিশ্ব মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার, কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহার ও পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে কর্মসূচি পালিত হয়েছে।

স্থানীয়রা জানান, ভোর থেকেই বিহারে বিহারে শুরু হয় মঙ্গল সূত্রপাঠ, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পতাকা উত্তোলন। এছাড়াও সমবেত বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বৌদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দানসহ সব দানীয় বস্তু প্রদান করে পুণ্যার্থীরা।
এসময় ভিক্ষু সংঘের ধর্ম নির্দেশনা, পিণ্ডদান ও সমবেত বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ মঙ্গল কামনায় বিহার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করে। এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চেঙ্গী নদীতে উপগুপ্ত বুদ্ধের উদ্দ্যেশে নির্মিত রিছিম বা কল্প জাহাজ ভাসানো হয়। বিশ্ব শান্তি ও মৈত্রী কামনায় হাজার বাতি প্রজ্বলন ছাড়াও রাতে আকাশ উড়ানো হয় প্রদীপ বা ফানুস।

ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে শুরু হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস