ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১০ অক্টোবর ২০২২
ইয়াবাসহ আটক যুবক শহীদ

ফেনীতে ২ হাজার পিস ইয়াবাসহ মো. শহীদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল থেকে তাকে আটক করা হয়। আটক শহীদ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খালেদ হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় শহীদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ১০ প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ জাগো নিউজকে বলেন, লালপোল থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।