পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই, নদীতে ডুবে প্রাণ গেলো একজনের
একটি ছোট টিনের ডিঙি নৌকায় চড়ে মাঠে পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই। যাওয়ার পথে নৌকাটি পানিতে ডুবে যায়। দুই ভাই সাঁতরে তীরে উঠে এলেও ডুবে যান আবু বক্কর প্রামাণিক (৫৮) নামের এক ভাই। পরে স্থানীয়রা পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহত কৃষক আবু বক্কর প্রামাণিক উপজেলার সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে। তিনি চার সন্তানের জনক।

ফায়ার সার্ভিস ও নিহত কৃষকের স্বজনরা জানান, ছোট ডিঙি নৌকায় চড়ে হাসিমপুর এলাকার পদ্মার কোল দিয়ে চরের জমিতে পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই। এ সময় তাদের কাছে স্প্রে মেশিন, কাস্তে ও মোবাইল ফোন ছিল। একপর্যায়ে নৌকাটি কাত হয়ে গেলে বড় ভাই বিল্লাল স্প্রে মেশিন ও মোবাইল নিয়ে লাফ দিয়ে সাঁতরে কিনারে চলে যান। কাদের নামের আরেক ভাইও সাঁতরে কিনারে উঠে আসেন। কিন্তু আবু বক্কর প্রামাণিক পানিতে ডুবে যান। পরে দুই ভাই স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আবু বক্করের মরদেহ উদ্ধারের করেন।
সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন বলেন, ঘটনাটি নদীতে হওয়ায় নৌপুলিশকে খবর দেওয়া হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
আল-মামুন সাগর/এসআর/এমএস