খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বর্ণিল আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে পুরো খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে ছিল সাজসাজ রব।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
দুপুরের দিকে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলমের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেন, সেনাবাহিনী এখন ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ বাস্তবায়নে কাজ করছে। অপারেশন উত্তরণের আওতায় পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, কর্নেল সরদার ইসতিয়াক আহমেদ, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ সামসুল আলম আল বাহার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর আবুল হাসনাতসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এমআরআর/এএসএম