স্কুল ছুটি দিয়ে শ্রেণিকক্ষে যুবলীগের সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১১ অক্টোবর ২০২২
উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়

শিক্ষার্থীরা উপস্থিত নিজ নিজ ক্লাসে। একটি করে ক্লাসও নিয়েছেন শিক্ষকরা। হঠাৎ ১১টায় ছুটির ঘণ্টা! বাড়ির পথে ছুটছে শিক্ষার্থীরা।

এত দ্রুত স্কুল ছুটির কারণ খুঁজতে গিয়ে জানা গেলো- ওই স্কুলে ইউনিয়ন যুবলীগের সম্মেলন। এজন্যই দ্রুত পড়েছে ছুটির ঘণ্টা।

আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের নির্দেশ- ক্লাস বন্ধ করে সম্মেলনের জন্য খালি করে দিতে হবে শ্রেণিকক্ষ।

এমন ঘটনা ঘটেছে রাঙ্গামাটি লংগদু উপজেলার উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ে।

ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন জানায়, সকালে সে স্কুলে যায়। শিক্ষকরা একটি ক্লাসও নিয়েছেন। হঠাৎ ছুটি দিয়ে দিয়েছেন শিক্ষকরা।

সে বলে, ‘স্কুলে বহু লোকজন দেখছি। কী একটা অনুষ্ঠান নাকি হবে। তাই তাড়াতাড়ি স্কুল ছুটি।’

নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন বলে, ‘স্কুলে যুবলীগের সম্মেলন হবে। তাই ক্লাস হয়নি। দ্রুত ছুটি হয়ে গেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, স্কুল বন্ধ রেখে যুবলীগের অনুষ্ঠান করা ঠিক হয়নি। প্রয়োজনে বন্ধের দিনে এই সম্মেলন করা যেতো। অথবা ইউনিয়ন পরিষদেও করতে পারতেন তারা।

জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আরিফুল হাসান চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘যুবলীগের সম্মেলনের কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গতরাতে হঠাৎ করে আওয়ামী লীগ নেতারা স্কুল ব্যবহারের অনুমতি চান। তবে সরাসরি স্কুল বন্ধ না করে একটি ক্লাস নেওয়ার পর ছুটি দেওয়া হয়েছে। আমাদের অফিস খোলা আছে এবং শিক্ষকরা সবাই উপস্থিত আছেন। প্রধান শিক্ষকের হাতে তিনদিনের ছুটি সংরক্ষিত থাকে। সেই হিসেবেও ছুটি দেওয়ার সুযোগ আছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বাশার বলেন, ‘ইউনিয়ন পরিষদে যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরিষদ ভবনে পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে স্কুলে করতে হয়েছে।’

সাইফুল উদ্দীন/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।