৫ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:১৯ এএম, ১২ অক্টোবর ২০২২
সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে পারা হচ্ছেন মানুষ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ফুলজোড় নদীতে কোনো সেতু নির্মাণ হয়নি। ফলে বর্ষা এলেই নড়বড়ে বাঁশের সাঁকোয় নদী পারাপার হন পাঁচ গ্রামের মানুষ। মাঝে মধ্যে সাঁকো থেকে পানিতে পড়ে ঘটছে দুর্ঘটনাও।

স্থানীয়রা জানান, প্রতিবছর জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত এ নদীতে পানি থাকে। এ সময় পারাপারের জন্য স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে কোনোরকম একটি সাঁকো তৈরি করা হয়েছে। সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়াতৈল গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী পাঁচিলা, বাগদা, রশিদপুর, খাসচর জামালপুর ও অলিপুর গ্রামের লোকজন পার হচ্ছেন। বিদ্যালয়ে যেতে আতঙ্কে থাকে শিক্ষার্থীরা।

সড়াতৈল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘সেই পাকিস্তান আমল থেকে বাঁশের সাঁকোয় পার হয়ে হাটে যাই। এখনো একটা সেতু পেলাম না। চেয়ারম্যান-এমপিরা ভোটের আগে এসে কয় সেতু বানিয়ে দিমু ভোট দিয়েন। জেতার পর এদিকে আর আসেই না।’

si1

বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জাগো নিউজকে বলেন, ‘গার্ডার সেতু নির্মাণের জন্য কিছুদিন আগে ওই স্থানের মাটি পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুত সেতুটি বাস্তবায়ন হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ওই নদীর ওপর ৬০ ফুট লম্বা একটি গার্ডার সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে সেতু নির্মাণ স্থানের মাটি পরীক্ষা করা হয়েছে। টেন্ডার আহ্বানের মাধ্যমে সেতুর কাজ শুরু হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।