যমুনায় ইলিশ ধরায় সাত জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরায় সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ অক্টোবর) সকালে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌহালী উপজেলার দত্তকান্দি গ্রামের শামীম সেখ (১৮), জাহিদুল ইসলাম (১৮), সোহেল (১৯), মিনদিয়া গ্রামের শরিফ (১৯), সুখচান (১৮), হাসমত আলী (৩৩) ও চরধুপলিয়া গ্রামের নাসির (২৬)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যমুনার নদীতে যৌথ অভিযান চালানো হয়। এসময় নদীর বিভিন্ন এলাকা থেকে সাত জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড এবং জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এরপর মা ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
এমআরআর/এএসএম