পুলিশের মাইক্রোবাস থামিয়ে মোবাইল-টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পুলিশের ভাড়া করা মাইক্রোবাস থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় গাড়িতে থাকা পুলিশ সদস্যের দুটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ২ টা ৪০ মিনিটের দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাড়া করা মাইক্রোবাসে বগুড়া জেলা পুলিশের একটি টিম ঢাকা থেকে ফিরছিল। কড্ডার মোড় এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ একটি চক্র গাড়ি থামিয়ে পুলিশ সদস্যের দুটি মোবাইল ফোন ও কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় সেতু এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।