বিয়ের পরদিন মেঘনায় মিললো যুবকের মরদেহ
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে ইফসুফ নবী (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইউসুফ নবী উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মো. নুরু মিয়ার ছেলে।
রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় সায়বাদ নৌকাঘাট এলাকায় মেঘনা নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। তার দুই হাত মেহেদি রাঙানো ছিল। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন ও নগদ টাকা পাওয়া গেছে। পরে রাতে স্বজনরা মরদেহটি ইউসুফের বলে শনাক্ত করে।
স্বজনরা জানান, সোমবার নরসিংদী সদর উপজেলার মুরাদনগর এলাকার ললিত উদ্দিনের মেয়েকে বিয়ে করেন ইউসুফ। সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সে। পরদিন সন্ধ্যায় মেঘনা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা নুরু মিয়া বলেন, আমার ছেলে সাঁতার জানে না। এজন্য সে নদীতে নামে না। আমার ছেলেকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। আর এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম