ব্রিজের রেলিং ভেঙে ঝুলছিল ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৩ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ধোপাকান্দি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ধাক্কা দেয়। এতে রেলিং ভেঙে গিয়ে ট্রাকটি ব্রিজের ওপর ঝুলন্ত অবস্থায় ছিল।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে চালবোঝায় ট্রাকটি ওই ব্রিজে এ দুর্ঘটনার কবলে পড়ে। পরে ভোর ৪টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, রাত সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক ধোপাকান্দি ব্রিজে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে ঝুলে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভোর ৪টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।