মেঘনায় ডুবে দুই কিশোরের মৃত্যু
চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মুকীত আলীম (১৭) ও মো. আব্দুল্লাহ গাজী (১৭)। মুকীত আলীম চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে ও মো. আব্দুল্লাহ গাজী শহরের তালতলা কাজী বাড়ির জাকির হোসেন টিটুর ছেলে।
চাঁদপুর সদর নৌ-থানার উপ-পরিদর্শক বেলাল জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাত বন্ধু মিলে তারা নদীতে গোসল করতে নামে। এসময় জোয়ারে নদীতে পানি বৃদ্ধি পেলে দুজন ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। না পেয়ে পুলিশে খবর দিলে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস