শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু
ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলার খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে বাড়ির জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ারের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনোয়ারসহ কয়েকজন আমজাদ হোসেনের মাথায় রড দিয়ে আঘাত করেন।
ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস