মোবাইলে পরীক্ষার্থীকে উত্তর পাঠিয়ে কারাগারে পিয়ন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে মো. কামাল হোসেন (৪৮) নামের একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিস সহায়ক। তিনি মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রশান্ত ত্রিপুরনা জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে একজন পরীক্ষার্থীর মোবাইলে উত্তর পাঠান কামাল হোসেন। এ সময় তাকে হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন।
পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৃলা দেব তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এ সময় আজিম উদ্দিন নোমান নামের ওই শিক্ষার্থীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও তৃলা দেব বলেন, দোষ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক কামাল হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পরীক্ষার্থীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম