শরীয়তপুরে পাঁচ মণ ইলিশসহ আটক ৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২২

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশসহ পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ অক্টোবর) উপজেলার কুন্ডেরচর এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রুবেল হোসেন (২৮), রহমান (৩২), খবির (২৫), দবির হোসেন (৪৮) ও রবিন (২০)। আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, সকালে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে নামি। তখন জাজিরা কুন্ডেরচর থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বিলাসপুর যাচ্ছিল। সন্দেহ হলে ট্রলারটিতে অভিযান চালানো হয়। এসময় পাঁচজনকে আটক করে তাদের কাছ থেকে পাঁচ মণ মা ইলিশ জব্দ করা হয়।

পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে এনে ট্রলারচালককে একমাস ও চারজনকে ১৩ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

মো. ছগির হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।