সিরাজগঞ্জে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য শরীফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৫ অক্টোবর ২০২২

মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে নিহত শান্তিরক্ষা মিশনের সেনাসদস্য শরীফ হোসেনের (২৬) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার বেড়াখারুয়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শরীফের মরদেহ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেনাবাহিনী ও জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে মরদেহ গ্রহণ করেন নিহতের বাবা লেবু শেখ। এসময় শরীফের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সেনাসদ্য শরীফের দাফনে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল, ভাইস-চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সেলিম রেজা, বেলকুচির সাবেক সেনাসদস্যরাসহ শরীফুলের আত্মীয়-স্বজনসহ এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে শরীফ হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর আরও দুই সদস্য সৈনিক জসিম উদ্দিন ও জাহাঙ্গীর আলম নিহত হন।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।