মুগ্ধতা ছড়াচ্ছে যমুনা পাড়ের কাশফুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৫ অক্টোবর ২০২২

শুভ্র কাশফুলে ছেয়ে গেছে সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর পাড়সহ আশপাশের এলাকা। যেদিকে চোখ যায় সাদা মেঘের ভেলা চোখে পড়ে। মনভোলানো সে দৃশ্য দেখতে মানুষ ভিড় করছেন মেঘনার দুই পাড়ে।

shirajgang-(4)

সরেজমিনে উপজেলার মাইজবাড়ী চরাঞ্চল ঘুরে দেখা যায়, বাতাস ঢেউ খেলছে কাশফুলে। নদীর দুই পাড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হচ্ছে সেখানে। কেউ কেউ ছবি-সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।

shirajgang-(4)

বগুড়া শহর থেকে বেড়াতে আসা আব্দুল কাদের জানান, মুগ্ধ হওয়ার মতো একটি জায়গা। কাশফুলের নরম ছোঁয়ায় কঠিন মনটাও যেন নরম হয়ে আসে।

shirajgang-(4)

এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে জানান, প্রাকৃতিকভাবে কাশবন সৃষ্টি হয়। এগুলো কৃষকরা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে থাকেন। তবে আগের মতো গ্রামগঞ্জে কাশফুল দেখা যায় না।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।