ফুলবাড়ীতে ‘১৯৬৬ সাল’ লেখা গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৭ অক্টোবর ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে মাটির নিচ থেকে একটি জংধরা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় গ্রেনেডটি পাওয়া যায়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামের আ. রাজ্জাকের কলা বাগানে শ্যালো মেশিন বোরিং করার সময় হঠাৎ পানি উঠা বন্ধ হয়ে যায়। এসময় বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে উঠালে দেখা যায় পাইপের মুখে জংধরা গ্রেনেড।

পরে খয়েরবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জানানো হয়। চেয়ারম্যান পুলিশকে জানালে এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি উদ্ধার করে থানা নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, কৃষকরা গ্রেনেডটি উদ্ধার করে আমাকে দিলে আমি পানি ভর্তি বালতিতে তা রেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে গ্রেনড উদ্ধার করে নিয়ে যায়। গ্রেনেড সাদৃশ্য বস্তুটিতে ১৯৬৬ সাল লেখা দেখা যায়।

এসআই রেজাউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে এটি অনেক পুরোনো গ্রেনেড। স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমদাদুল হক মিলন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।