জেলা পরিষদ নির্বাচন

হবিগঞ্জে ভোটার শূন্য কেন্দ্র, এক ঘণ্টায় এক ভোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৭ অক্টোবর ২০২২

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। লাখাই কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র একটি।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন বলেন, যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন।

তিনি জানান, জেলায় ভোটার সংখ্যা এক হাজার ১৭৪ ভোট। লাখাই উপজেলায় ৮১টি ভোট। এরমধ্যে একজন কারাগারে ও আরেকজন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। ভোটার খুব অল্প হওয়ায় কেন্দ্রে দেরিতে আসতে পারেন তারা।

উপজেলার বুল্লা ইউনিয়নের সাধারণ সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, আমিই প্রথম ভোটার। সকাল ১০টা পর্যন্ত আর কেউ আসেননি। তবে আশা করছি সবাই আস্তে আস্তে সবাই কেন্দ্রে আসবেন।

নারী সদস্য প্রার্থী সৈয়দা শরিফা আক্তার কুমকুম বলেন, ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে শুরু হয়েছে। আশা করছি সুন্দরভাবেই সম্পন্ন হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।