কুড়িগ্রামে বেড়েছে কাঁচা মরিচ-পেঁয়াজের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২২

উত্তরের জেলা কুড়িগ্রামে হালকা শীতের প্রভাব পড়তে শুরু করেছে। এর ফলে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন শাকসবজির। ফলে শাকসবজির দামও কিছুটা কমতে শুরু করেছে। তবে বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম।

কুড়িগ্রাম পৌর বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন শাক-সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন মুলাসহ সবজির বাজারে দর কিছুটা হ্রাস পেয়েছে। তবে গত দুদিনে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।

সবজি বিক্রেতা আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ আগে সবজির দাম প্রচুর ছিল। এখন অনেকটা দাম কমেছে। এক কেজি ফুলকপি সপ্তাহখানেক আগে বিক্রি হতো ১৬০ টাকা, এখন তা কমে মাত্র ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এরকম অন্য শাকসবজির দাম গড়ে ১০-১২ টাকা কমেছে। তবে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা আর পেঁয়াজের দাম ৩৫ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরেক সবজি বিক্রেতা মো. সোলাইমান হোসেন বলেন, কাঁচা বাজারের দর দামের ঠিক থাকে না। সকাল বেলা যে দামে বিক্রি করা হয় বিকেলে আর সেই দাম অনেক সময় ঠিক থাকে না। তবে গত ২-৩ দিনে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে। এখন এক কেজি পেঁয়াজ ৫০ টাকা ও কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

jagonews24

ক্রেতা হাবিবুর রহমান বলেন, পরশু দিন দেশি মরিচ ৪০ টাকা দরে কিনেছিলাম। আজ (সোমবার) ৬০ টাকায় কিনতে হলো। পেঁয়াজের দামও কেজিতে ১৫ টাকা বেড়েছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম চড়া, তার সঙ্গে কাঁচাবাজারের দাম এভাবে বাড়তে থাকলে আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।

কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ বলেন, কাঁচামালের বাজার দর স্থায়ী থাকে না। আমদানির কারণে প্রতিনিয়ত বাড়ে কমে। তবে বাজারে বেশ ভালো পরিমাণে শীতকালীন সবজির আসা শুরু হয়েছে। আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। তবে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৫-২০ টাকা বেড়েছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।