চরাঞ্চলের শিক্ষকদের সময়মতো স্কুলে পৌঁছাতে ‘শিক্ষাতরী’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০২২

কুড়িগ্রামের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সময়মতো উপস্থিত হতে না পারার আক্ষেপ রয়েছে শিক্ষকদের। যাতায়াত ব্যবস্থার কারণে তারা সময়মতো উপস্থিত হতে পারেন না। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষকদের সময়মতো স্কুলে যাতায়াত নিশ্চিত করতে ‘শিক্ষাতরী প্রকল্প’ নামে একটি উদ্যোগ নিয়েছে চিলমারী উপজেলা প্রশাসন।

রোববার (১৬ অক্টোবর) সকালে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দ্বিপচরের স্কুলশিক্ষকদের যাতায়াতের জন্য একটি নৌকা দেওয়ার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চিলমারীর বেশিরভাগ এলাকা চরাঞ্চল। এসব চরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নৌপথে শিক্ষকদের যাতাযাত করতে হয়। নৌকা সংকটে প্রায়ই যাতায়াত বিড়ম্বনায় পড়েন শিক্ষকরা। অনেক সময় নৌকার অভাবে কোনো কোনো শিক্ষক স্কুলে যেতে ব্যর্থও হন। এতে করে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় শিক্ষকদের যাতায়াতের সুবিধার্থে চিলমারীর চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোকে চারটি রুটে ভাগ করে চারটি নৌকা দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। ‘শিক্ষাতরী প্রকল্প’ নামে এই উদ্যোগের প্রথম ধাপে রোববার সকালে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষকদের জন্য একটি নৌকা দেয় উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এতে যাতায়াত করতে পারবেন। নৌকার জ্বালানি খরচ ও মাঝির পারিশ্রমিক সংশ্লিষ্ট শিক্ষকরা বহন করবেন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষকরা।

অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। অন্য নৌকায় যাতায়াতে একধরনের জিম্মিদশা থেকে আমাদের আজ মুক্তি মিলেছে। এখন আমরা সময়মতো স্কুলে যাতায়াত করতে পারবো।

ইউএনও মাহবুবুর রহমান বলেন, ‘উপজেলার চরাঞ্চলের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের নিয়মিত এবং সময়মতো স্কুলে উপস্থিত নিশ্চিত করতে হবে। এই ভাবনা থেকে শিক্ষকদের যাতায়াতের বিড়ম্বনা দূর করতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই প্রকল্পে সার্বিক সহযোগিতা করছেন। আজ একটি নৌকা দেওয়া হয়েছে। অন্য রুটের নৌকাগুলো দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা চাই শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হোক।

এ সময় চিলমারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আসমা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সালেহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।