জেলা পরিষদ নির্বাচন

দুই কূলই হারালেন তারিকুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৮ অক্টোবর ২০২২
তারিকুল ইসলাম তারেক

ঝালকাঠি জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন তারিকুল ইসলাম তারেক।

এরপর যথারীতি সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের নির্বাচন হয়। এতে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ। আর বক প্রতীকে তারিকুল ইসলাম পান ২৫ ভোট। ফলে দুকূলই হারালেন তিনি।

এই পরাজয়ের কারণে ভোটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারিকুল ইসলাম। বলেন, অনেক ভোটার আমার সঙ্গে বেইমানি করেছেন।

তারিকুল ইসলাম বলেন, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তিনবার টানা ইউপি সদস্য নির্বাচনে জয়ী হয়েছি এবং তৃতীয়বারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু মনোনয়ন না পেলেও যিনি মনোনয়ন পেয়েছেন তারপক্ষে সর্বশক্তি প্রয়োগ করে প্রচার-প্রচারণায় অংশ নিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছি। জেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলার সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইউপি সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি।

ক্ষোভ প্রকাশ করে তারেক বলেন, অনেক ভোটারই আমার সঙ্গে বেইমানি করেছেন। এজন্য বিজয় নিশ্চিত থাকলেও কৌশলগত কারণে পরাজয় হয়েছি। তবুও ৭৮টি ভোটের মধ্যে জনপ্রতিনিধিদের ২৫ ভোট পেয়েছি।

আতিকুর রহমান/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।