জেলা পরিষদ নির্বাচন
সিরাজগঞ্জে এক ভোটও পাননি ৭ প্রার্থী
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাত প্রার্থী কোনো ভোট পাননি। এছাড়াও চার প্রার্থী পেয়েছেন একটি করে ভোট। সোমবার (১৭ অক্টোবর) জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ সরকার (টিউবওয়েল), ২ নম্বর ওয়ার্ডের খালেদ মোশারফ (হাতি), ৭ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান (হাতি) ও সাহেব আলী (উটপাখি), ৮ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম শরিফ (টিউবওয়েল) ও আব্দুল হামিদ আকন্দ (তালা) ও ৯ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম (টিউবওয়েল) কোনো ভোট পাননি।
শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। বাকি ৩জন সংরক্ষিত নারী সদস্য ও ৭ সাধারণ সদস্য পদের বিপরীতে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যার মধ্যে সদস্য পদে ৩৮ ও নারী সদস্য পদে ১৮ জন।
তিনি আরও জানান, জেলায় মোট ভোটার এক হাজার ১৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯১২ ও নারী ভোটার ২৭৯ জন। সিরাজগঞ্জ জেলা পরিষদের ৯ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ১ নম্বর ওয়ার্ড কাজিপুরে ১৭২ জন। এছাড়া সিরাজগঞ্জ সদরে ভোটার ১৫৪, কামারখন্দে ১০৬, রায়গঞ্জে ১৩৩, তাড়াশে ১০৭, উল্লাপাড়ায় ১৪৬, শাহজাদপুরে ১৩৩, বেলকুচিতে ১২০ ও চৌহালীতে ১২০ জন।
আরএইচ/জিকেএস