কাপ্তাইয়ে পিডিবির কর্মচারীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে নিয়াজ মোর্শেদ (৩৬) নামের পিডিবির এক কর্মচারী মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকালে কাপ্তাইয় ইউনিয়নের একটি কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিয়াজ মোর্শেদ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার গলায় দাগ রয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।