কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নামে (৫৫) একই এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার নিজের জমির মরিচ ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে আনোয়ার গুরুতর আহত হন। বিষয়টি দেখতে পেয়ে আরেক কৃষক নুরুল আবছারসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাকৃতিক কারণে মৃত্যু হওয়ায় পরিবার কোনো অভিযোগ ছিল না। এ কারণে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রাতেই তাকে দাফন করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম