‘সুস্থ সংস্কৃতি চর্চায় দেশে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলা সম্ভব’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:৫০ এএম, ২০ অক্টোবর ২০২২
নওগাঁয় খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ‍্যমে যে কোনো দেশকে শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৯ অক্টোবর) রাতে নওগাঁ প্রেস ক্লাব মিলনায়তনে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে পাঁচ দিনব‍্যাপী ভরতনাট্যম ও উদয়শঙ্কর ডান্স স্টাইল ওয়ার্কশপের সমাপনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের মাধ‍্যমে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, বিশেষ করে ওপার বাংলা এবং এপার বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য তা একই। কাজেই দুই বাংলার সংস্কৃতি বিনিময়ের মাধ‍্যমে আমাদের সম্পর্কের মেলবন্ধন আরও সমৃদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ করা সম্ভব।

পরে মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী ৬৫ প্রশিক্ষণার্থীর মধ‍্যে সনদপত্র বিতরণ করেন। সব শেষে কর্মশালায় সব অংশগ্রহণকারীদের সমন্বয়ে নৃত্য পরিবেশিত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, ওয়ার্কশপ কন্ডাক্টর সুমি সেন কুণ্ডু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মো. হারুন-অর-রশিদ এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব‍্য দেন।

আব্বাস আলী/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।