হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ অক্টোবর ২০২২
ফাইল ছবি

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানসী গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ওই গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা বেগম (৯) ও তার চাচাতো বোন সিদ্দিক আলীর মেয়ে রুজিনা (১০)। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

জানা যায়, সুলতানশি গ্রামের শিমলা বেগম ও তার চাচাতো বোন রুজিনা বিদ্যুতের সুইচ টিপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।