ধর্ষণের ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২০ অক্টোবর ২০২২

ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কাশেমকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩ এর উপ-পরিদর্শক মো. আল আমিন সরকার।

তিনি বলেন, আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর থেকে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে নামে।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল কাশেমকে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতেই সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৩ মে রাতে কয়েক যুবক সোনাগাজী উপজেলার একটি বাড়িতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। গৃহবধূকে বেঁধে তার কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১৩ আগস্ট সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার শুনানির সময় ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ ১৯ বছর পর চলতি বছরের ১৪ জুলাই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে এক আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকা থেকে একই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি লাতু মিয়াকেও গ্রেফতার করে র‌্যাব। ১০ সেপ্টেম্বর শনিবার রাতে ফেনীর মিজান রোডের একটি বাসা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে কিশোরী ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিই গ্রেফতার হলেন। আরেক আসামি লাতু মিয়া এখনো গ্রেফতার হননি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।