সুন্দরবনে হরিণ শিকারের ৩৩৭ ফাঁদ জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২২

সুন্দরবনের কঞ্চির খাল এলাকা থেকে ৩৩৭টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে খালের বিভিন্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জের মরা পশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কঞ্চির খাল এলাকার বনের মধ্যে লোকজনের আনাগোনা টের পাই। বনের গহীনে প্রবেশ করলে শিকারিরা দৌড়ে খাল সাঁতরিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে শিকারিদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৩৩৭ ফাঁদ উদ্ধার করা হয়।

মিজানুর রহমান মোল্লা বলেন, দুজন শিকারি কঞ্চির খাল সংলগ্ন বনের ভিতরে হরিণ শিকারের ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের টহল দল দেখে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ৩৩৭ ফাঁদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।